মামার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক দশবর্ষীয় নাবালক। সড়ক অবরোধে শামিল এলাকাবাসী। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকার ঘটনার। বাসিন্দাদের অভিযোগ, এলাকার এই রাস্তা দিয়ে প্রায় প্রতিনিয়ত দ্রুতগতিতে করে যান চলাচল। এই দৌরাত্ম রুখতে সম্প্রতি সড়ক নির্মাণের সময় বাম্প দেওয়ার দাবিও জানান এলাকাবাসী।তবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা সড়ক নির্মাণ করলেও এখনও সেই বাম্প নির্মাণ করেনি।যার জেরে একের পর এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালেও মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় এক দশ বর্ষীয় নাবালক। বাসিন্দারা জানান, কিছুদিন আগেই মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। দুদিন পর তার বাড়ি ফেরারও কথা ছিল, আর তার মাঝেই এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।গত ১০ দিনে এ নিয়ে দুজন নাবালক এই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে দাবি বাসিন্দাদের।এরপরই এ নিয়ে সড়কে বাম্প দেওয়ার দাবিতে সড়ক অবরোধে শামিল হন বাসিন্দারা। পরে প্রায় পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠলেও, শীঘ্র তাদের দাবি পূরণ না হলে পুনরায় সড়ক অবরোধে শামিল হওয়ার হুঁশিয়ারি বাসিন্দাদের।