ডুয়ার্সের ফের হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার। জানা গেছে গতকাল গভীর রাতে খাবারের লোভে জলদাপাড়ার জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে মধ্য মাদারিহাট এলাকায় ঢুকে তিনটি ঘর ক্ষতিগ্রস্ত করে। এর মধ্যে সব থেকে ক্ষতিগ্ৰস্থ মন্দিতা বিবির ঘর অল্পের জন্য তারা প্রাণে ও বেঁচে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ বনদপ্তর ঠিকমতো ডিউটি করেনা, গ্রামে হাতি প্রবেশ করলে বহুবার ফোন করার সত্ত্বেও সময় মতো তাদের পাওয়া যায়না বলে অভিযোগ এলাকাবাসীর।
