মাদারিহাটে পরপর অগ্নিকাণ্ড, জ্বলছে দোকান—চাঞ্চল্য এলাকায় . পরপর দু’দিন ধরে অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাদারিহাট এলাকায়। সোমবার সকাল আটটা নাগাদ এলাকার দুটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দোকান দুটি। এর রেশ কাটতে না কাটতেই, সোমবার গভীর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নতুন চৌপতি এলাকায়।

এইবার আগুনের শিকার হয় একটি লটারি দোকান। দোকানের মালিকের দাবি, প্রায় তিন লক্ষ টাকার লটারি এবং একটি কম্পিউটার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তিনি জানান, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।