পুলিশের অভিযানে বানচাল মাদক পাচারের ছক, ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক। সীমান্ত শহর জয়গাঁর ঘটনা। গোপনসূত্রের খবরের ভিত্তিতে, জয়গাঁ ভানু ভক্ত মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ।আর সেই তল্লাশিতেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার। এ ঘটনায় গাড়িতে থাকা আশরাফ আলীকে গ্রেফতার করে এবং গাড়িটিকেও আটক করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধুপগুড়ি থেকে সেই ব্রাউন সুগার কিনে নিয়ে এসে সীমান্ত শহরে বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তর। ধৃতকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ