মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের মাটিয়ারকুঠি সংলগ্ন এলাকায় বেশকিছু দাবি জানিয়ে কে এস ডি সি তথা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বিডিওকে স্মারকলিপি দিলেন শুক্রবার।সংগঠনের নেতা সুরেশ বর্মন জানান ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে শান্তি চুক্তির সময়মত সামাপ্তি এবং কোচবিহার রাজ্য ও তার মৌলিক অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয়। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান স্মারকলিপি বিষয়টি খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
