মাথাভাঙ্গা ১নং ব্লকের হাজরাহাটের পূর্ব বালাসী গ্রামে নদীতে মাছ ধরতে এসে মানসাই নদীতে তলিয়ে গেল দুই মাদ্রাসার ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুর নাগাদ মাদ্রাসার এক শিক্ষক ৬ জন পড়ুয়া নিয়ে মানসাই নদীতে মাছ ধরতে যায় ।নদী পেরিয়ে যাওয়ার সময় দুজন নদীর জলে তলিয়ে যায়।খবর ছড়িয়ে পড়তেই নদীর তীরে ভিড় জমান গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। তবে গতকালের পর আজও খোঁজাখুঁজির পরও দুই ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।সন্ধা পযর্ন্ত বাট নামিয়ে তল্লাশি চালাবে সিভিল ডিফেন্স কর্মীরা।