মাথাভাঙ্গা ১নং ব্লকের শিকারপুর এলাকায় দুটি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মোট দুটি সাড়ে পাঁচ কিলোমিটার ঢালাই রাস্তা প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।এদিন উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান ও মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন,মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেন্দ্র বর্মন,সমাজসেবী গীরিন্দ্র নাথ বর্মন সহ অন্যান্যরা।
রাস্তার কাজের উদ্বোধনের পর উদয়ন গুহ বলেন আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি ঢালাই রাস্তার কাজের সূচনা হলো
