মাথাভাঙ্গা- ফালাকাটা রাজ্য সড়কের পারডুবি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুটি সাফারি গাড়ির রেষারেষির কারণে একটি সাফারি উল্টে নয়নজুলিতে পরে আহত হলো প্রায় ১০ জন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা গেছে ছোটগাড়িগুলিতে মাঝেমধ্যেই অতিরিক্ত যাত্রী চাপানো হয় এমনকি একাংশ যাত্রীদের “বাদুরঝোলা” করে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে এই ছোট গাড়িগুলি।ছোট গাড়িগুলিতে অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রী তোলার প্রতিযোগিতায় দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগ স্থানীয়দের দীর্ঘদিনের। এদিনও এলাকায় মাথাভাঙ্গা থেকে ফালাকাটাগামী দুটি সাফারি গাড়ি পারডুবি এলাকা অতিক্রম করে প্রবল রেষারেষির জেরে হাসপাতাল পাড়া এলাকায় একটি যাত্রীবোঝাই সাফারি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। বিকট আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায় এই রুট দিয়ে নিত্যদিনই এই রুট দিয়ে যাত্রীধরার প্রতিযোগিতা করে ছোট গাড়িগুলি। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন,তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা তাদের উদ্ধার করে তরিঘরি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান।এদিকে পথ দুর্ঘটনার জের মাথাভাঙ্গা ফালাকাটা রাজ্য সড়ক বেশকিছুক্ষণের জন্য যানজটে ও সাধারণ মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে এনে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধারের কাজ শুরু করে।পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে খোঁজ খবর নেন মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মনও।
এভাবে নিত্যদিন ছোটগাড়িগুলি যাতায়াত করার ফলে বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক মহেশ রায় বলেন মাঝেমধ্যেই এই গাড়িগুলি রেষারেষি করে বাদুরঝোলা করে যাত্রী নিয়ে চলাচল করে।এমনকি অনেক গাড়ির ফিটনেস ঠিক নেই তারপরেও এই রুটে চলাচল করছে।পুলিশ প্রশাসন কোন ব্যাবস্থাগ্রহণ করে না বলে অভিযোগ করেছেন তিনি।যাত্রীবাহী ছোট গাড়িগুলিতে বিপজ্জনকভাবে অতিরিক্ত যাত্রীবহন ও রেষারেষি করে চলাচল বন্ধ হওয়া দরকার। এতে আরও বড়োসরো বিপদের আশঙ্কা রয়েছে।তবে এদিনের এই দুর্ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে ছোট গাড়িগুলির প্রতিযোগিতা রুখতে বিশেষ অভিযান চালানো হবে এবং ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতা করে যাতায়াত রুখতে ও অতিরিক্ত যাত্রীবহন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।