নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের উত্তর পচাগর এলাকার। জানা গেছে ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন সুটুঙ্গা নদীতে স্নান করতে যায়। পরিবার সূত্রে জানা গেছে এদিন ওই ব্যক্তি বাড়ির পাশে শুটুঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় সেখানে অনেক যুবক স্নান করছিলেন। তবে ওই ব্যক্তি নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় এরপর খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। অনেক খোঁজাখুঁজির পর পরে দেহ উদ্ধার হয় পরে তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানায। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
