মাথাভাঙ্গা ১ হাজরাহাটের বালাসী গ্রামে মানসাই নদীতে মাদ্রাসার শিক্ষকের সঙ্গে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া দুই ছাত্রের মধ্যে একজনের দেহ উদ্ধার করল পুলিশ। এদিন বিকেল নাগাদ ডুবে যাওয়া জাহাঙ্গীর আলমের দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে এদিন মাথাভাঙ্গা হাজরাহাটের এক নম্বর বাঁধ এলাকায় মানসাই নদীতে নিখোঁজ কিশোর জাহাঙ্গীর আলমের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জাহাঙ্গীরের দেহ সনাক্ত করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
