মাথাভাঙ্গায় জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল ছেলের, আহত বাবা।
বুধবার মাথাভাঙা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নবীনের দোলা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হয় বাবা ও ছেলে। তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাজু দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত নিতাই দাস মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন দেহ মাথাভাঙা মর্গে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।
