গ্রামবাসীদের বাঁধায় থমকে গেলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ। মাথাভাঙ্গা ১নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের এলোংমারি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু করতে এসেও কাজ করতে পারলেন না ঠিকাদারি সংস্থার লোকজন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হলে এলাকায় দুর্গন্ধ ছড়াবে তাই তারা এই প্রকল্পের কাজ অন্যত্র করার দাবি জানিয়েছিলেন।

সম্প্রতি ওই এলাকায় একটি রাস্তার কাজে শিলান্যাস করা হয় সেখানেও গ্রামবাসীরা আপত্তি জানান। গ্রামবাসীদের বলা হয় রাস্তার কাজের শিলান্যাস হচ্ছে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের শিলান্যাস হচ্ছে না। আজ যখন প্রকল্পের কাজ করতে আসেন ঠিকাদারি সংস্থার লোকজন তখন গ্রামবাসীরা বাধায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু করতে পারেননি। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলতে বলেছেন।