আহত বিজেপি সাংসদের পাশে মুখ্যমন্ত্রী — মাটিগাড়ার নার্সিংহোমে খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মানবিক বার্তা। মঙ্গলবার দুপুরে মাটিগাড়ার এক বেসরকারি নার্সিংহোমে গিয়ে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

জানা গেছে, জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার বিক্ষোভ ও হামলার মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং মালদা উত্তর কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। ঘটনায় রক্তাক্ত হন সাংসদ খগেন মুর্মু। প্রথমে তাঁকে চালসার মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকেই আমি দেখতে এসেছি।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। শাসক-বিরোধী উভয় শিবিরেই শুরু হয়েছে জোর চর্চা— রাজনৈতিক সংঘাতের মধ্যে এই সাক্ষাৎ কি নতুন বার্তা বহন করছে?