মাটিগাড়া থানার সাদাপোশাকের পুলিশের অভিযানে মিলল বড় সাফল্য। গতকাল রাত প্রায় ১২টার সময় শিব মন্দির এলাকার কলেজপাড়া থেকে রবীন্দ্র সরণি শিব মন্দিরের বাসিন্দা প্রদীপ রায় (উরফে টেপু, বয়স ৩৩)–কে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রদীপ রায় ওই কফ সিরাপ হাতবদল করার পরিকল্পনা করছিলেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদাপোশাকের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে পাকড়াও করে। প্রাথমিক তদন্তে অনুমান, এই কফ সিরাপ মাদকসেবীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি মজুত করেছিলেন। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়। পুলিশ খতিয়ে দেখছে, এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং কফ সিরাপ কোথা থেকে এসেছে।