শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত মাটিগাড়া টি স্টেট বেগুন বাড়ির কাছে গতকাল রাত এগারোটা নাগাদ অভিযান চালায় মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। গোপন সূত্রে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে খবর আসে ১০ থেকে ১২ জন দুষ্কৃতি ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।

গোপন সূত্রে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনকে ধরতে সক্ষম হয় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং।তবে ওই দলের আরো ৫-৬ জন পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চারজনের নাম সূর্য বর্মণ, সুনীল সুব্বা, মোঃ মাকসুদুল আলম এবং সঞ্জয় কার্জী। ধৃতদের হেফাজত থেকে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান রকম সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুষ্কৃতিদের নাম তথ্য জোগাড় করে তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। এদিকে ধৃত চারজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানা। বিউরো রিপোর্ট আমার বাংলা।