মহিলা চা শ্রমিকদের থেকে বিভিন্ন সমস্যা শুনে রীতিমতো ক্ষোভ উগড়ে দিল জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার। এদিন কালচিনি, দলসিংপাড়া, মধু সহ একাধিক চা বাগানের মহিলা শ্রমিকদের সাথে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। কালচিনি চা বাগানে ফ্যাক্টরিতে যান এবং সেখানে কর্মরত মহিলা চা শ্রমিকদের সাথে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য।এদিন মহিলা চা শ্রমিকরা একাধিক সমস্যা কথা তুলে ধরে। যেমন রেশনের গুণগত মান ভালোনা।

রেশন থেকে যে চাল আটা প্রদান করা হচ্ছে সেগুলো গুণগত ভালো নয়। এছাড়া চা শ্রমিকদের বেতন থেকে পিএফ বাবদ টাকা কাটা হলেও সেগুলো জমা হচ্ছেনা এছাড়া কালচিনি চা বাগানে গর্ভবতী মহিলা চা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি মিলছেনা এসমস্ত সমস্যা সহ একাধিক অভিযোগ মহিলা চা শ্রমিকরা তুলে ধরে। এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার জানান চা বাগানের মহিলা শ্রমিকরা বঞ্চিত, প্রতারিত এদের যে রেশন দেওয়া হচ্ছে সেগুলো খুবই খারাপ পশু পাখী খায়না। এছাড়া এদের বেতন থেকে পিএফ বাবদ টাকা কাটা হচ্ছে কিন্ত জমা হচ্ছেনা। অধিকাংশ চা শ্রমিকদের বাড়ির অবস্থা খারাপ কিন্ত আবাস যোজনার বাড়ি এরা পাচ্ছেনা এমন নানবিধ সমস্যা আছে এই সমস্ত বিষয়ে যেখানে বলার আমরা বলবো।
কালচিনির বিধায়ক বিশাল লামা বলেন, চা বাগানে কর্মরত গর্ভবতী মহিলারা মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে না। সেই সাথে চা বাগানে একাধিক সমস্যা রয়েছে ৷ গোটা বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে আসে। এদিন সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখতে কালচিনি চা বাগানে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার। এদিন বাগান কতৃপক্ষের সাথে বিকালে সভা করা হবে বলে জানান তিনি।