দিনের বেলায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন শিলিগুড়ি মহাকুম পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া অঞ্চলের জ্যোতিনগর গ্রামে এক মহিলা ফুল তুলে বাড়ি ফিরছিল সেই সময় ২ যুবক বাইকে করে এসে গলা থেকে। চেন ছিনতাই করে নিয়ে যায় জাগেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।সিসি ক্যামেরা তে দেখা যাচ্ছে ২ যুবক বাইক নিয়ে এসে হঠাৎ মহিলার উপরে। হামলা করে এর পরই আতঙ্কে তড়িঘড়ি বাড়ি ছুটে এসে পুরো ঘটনার কথা বলার পর।সকলে ছুটে এসে সিসি ক্যামেরা দেখে বুঝতে পারে এরপরেই গোটা ঘটনা খবর। লিখিতভাবে। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
