গণেশ পুজো মানেই মহারাষ্ট্র। এবারে সেই ছোঁয়া দেখা গেল কালচিনিতে।ডুয়ার্সের কালচিনি এলাকার অন্যতম বড় উৎসব গণেশ পুজো। প্রতিবছরের ন্যায় এ বছরও গণেশ চতুর্থীতে সেজে উঠেছে কালচিনি এলাকা। মহারাষ্ট্রের শিল্পী দ্বারা তৈরি করা হয়েছে, গণেশ ঠাকুরের প্রতিমা তা দেখতে ভিড় জমেছে দর্শনার্থীদের। আলিপুরদুয়ার জেলার কালচিনি মোদি লাইন এলাকায় পুজোর আয়োজন করা হয়। নয় দিন ধরে চলবে গণেশের আরাধনা।গণেশ পুজোকে কেন্দ্র করে খুশির ধারা বয়ে যায় কালচিনি চা বাগানের শ্রমিক মহল্লা থেকে শুরু করে কালচিনির বিস্তর এলাকায়। রোজ পুজো,আরতিতে অংশগ্রহণ করেন শতাধিক মানুষেরা।আলিপুরদুয়ার জেলার অন্যতম বিগ বাজেটের গণেশ পুজো কালচিনি মোদি লাইনে এলাকার এই পুজোটি।পুরো কালচিনি এলাকার রাস্তা সাজিয়ে তোলা হয় আলো দিয়ে।

পাশাপাশি এখানকার গণেশ প্রতিমার অন্যরকম আকর্ষণ রয়েছে। মহারাষ্ট্রের শিল্পী দ্বারা গণেশ ঠাকুরের প্রতিমার টানে পুজোতে বিভিন্ন এলাকার মানুষদের ঢল নামতে শুরু করেছে। বুধবার অনুষ্ঠানের মধ্য দিয়ে গণেশ মহোৎসবের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা, বিশিষ্ট সমাজসেবী মোহন শর্মা সহ এলাকার বিশিষ্টজনরা। এই বিষয়ে উদ্যোক্তারা জানান এই বছর তাদের গণেশ পূজো ২৫ তম বছরে পদার্পণ করেছে। আমাদের পুজোর ডুয়ার্সের অন্যতম বিগ বাজেটের পুজো। এখানকার গণেশ পূজো নিয়ে এলাকাবাসীদের অনেক আবেগ রয়েছে বলে জানা গিয়েছে। পূজার শেষ দিনে গণেশ ঠাকুরকে ৭৫১ কিলোর লাড্ডুর ভোগ লাগানো হয়। পাশাপাশি ভক্তবৃন্দদের জন্য প্রায় প্রতিদিন মহাপ্রসাদ খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।