মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্ত বিতর্কের অবসান হয়েছে। কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সম্মুখে আমতলা এলাকায় মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণের মূর্তি স্থাপন করছে কোচবিহার পৌরসভা। সোমবার এই মূর্তি স্থাপনের প্রস্তাবিত স্থানে হলো ভূমি পূজন। এদিন এই ভূমি পূজায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এই পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, দ্য কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল নারায়ণ প্রমূখ।

উল্লেখ্য, কোচবিহার সাগরদিঘি চত্বরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের মূর্তি স্থাপন করতে গেলে শুক্রবার বাঁধার মুখে পড়তে হয় কোচবিহার পৌরসভাকে। কে বা কাহারা এই মূর্তি স্থাপনের কাজে নিযুক্ত শ্রমিকদের বাঁধা দেয় বলে অভিযোগ। পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ ঘটনাস্থলে আসার পরেও পুলিশ সংশ্লিষ্ট এই এলাকাকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কেটে যায় মূর্তি স্থাপনের জট। এদিন ভূমি পূজনের পর কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আর কয়েক দিনের মধ্যেই মূর্তি স্থাপনের কাজ সম্পন্ন হয়ে যাবে। শুধু এখানেই নয় কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহারাজাদের মূর্তি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার পৌরসভা।
এ বিষয়ে কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পৌরসভার বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই মোতাবেক এদিন কোচবিহার আমতলায় মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়নের মুর্ত্তি স্থাপনের স্থানে ভূমি পূজা করা হয়। তিনি বলেন কোচবিহার শহরে একাধিক স্থানে বিভিন্ন মুর্ত্তি বসানো হবে।
এই মূর্তি স্থাপন নিয়ে বিতর্কের বিষয়টি পুরোপুরি ভাবে অস্বীকার করে এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমতলাতেই মূর্তি বসানোর কথা ছিল এখানেই মূর্তি বসছে। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, কোচবিহারবাসীর আবেগকে গুরুত্ব দিয়ে এদিন নির্দিষ্ট স্থানে মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোর উদ্যোগে ভূমি পূজন করা হলো। কোচবিহার পৌরসভার এই উদ্যোগের ভুসি প্রশংসা করেন তিনি ।
এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান,দ্য কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল নারায়ণ।