সাত সকালে মহানন্দা নদী থেকে মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে মালদার মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক যুবকের মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। মৃত যুবকের এখনো পর্যন্ত নাম পরিচয় কিছু জানা যায়নি। জলে ডুবে মৃত্যু না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
