গত শনিবার রাতের ভারী বৃষ্টিতে মহানন্দা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয় শিলিগুড়ির পোড়াঝাড় ও জ্যোতির্ময় কলোনি। নদীর বাঁধ ভেঙে বহু বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। বুধবার এলাকাটি পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন ও প্রশাসনিক কর্তারা। মেয়র ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনর্গঠন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আশ্বাস দেন, দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি চলছে।
