ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতে উদ্ধার হয় মরফিন। ওই ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানার পুলিশ হাতে তুলে দিলে নকশালবাড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে। ধৃতের নাম উমেশ কুমার সাহানি (৩৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে ২১০ গ্রাম মরফিন উদ্ধার হয়েছে। উদ্ধারা মরফিন এর আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে উদ্ধারক মরফিন কোথা থেকে নিয়েছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
