ময়নাগুড়ি শিঙিমারি এলাকায় খেলতে গিয়ে গর্তে পড়ে মৃত্যু হল ৬বছরের শিশু হর্ষর।
রবিবার ময়নাগুড়ি ব্লকের শিঙিমারী এলাকার ঘটনা,
ছয় বছরের একটি শিশু দাদুর বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে একটি গর্তে পড়ে মৃত্যু হল হর্ষ রায় নামে একটি শিশুর।
শিশুটির বাড়ি ঘুঘুডাঙ্গা বানিয়ার পাড়া জলপাইগুড়িতে। তার মায়ের নাম জয়ন্তী রায়। বাবার নাম তুফান রায়।
ময়নাগুড়ি ব্লকের শিঙিমারী এলাকার বাসিন্দা, জ্যোতিরঞ্জন রায়। জ্যোতিরঞ্জন রায় মৃত হর্ষ রায়ের দাদু। সে দাদুর বাড়িতেই থাকতো। রবিবার অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে যায় হর্ষ হঠাৎ করে পাশে একটি গর্তে পড়ে যায় হর্ষ। হর্ষর সঙ্গে থাকা অন্যান্য শিশুরা চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসীরা ওই গর্ত থেকে হর্ষকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হর্ষকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকার শুভেচ্ছা নেমে আসে। এদিন হর্ষের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।