সাত সকালে ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার রাতভর মোষলধারে বৃষ্টি চলার পর শুক্রবার সাত সকালে ডুয়ার্সের ময়নাগুড়ি ব্লকের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন বিভাগ ও পুলিশের কাছে ।
জানা গেছে, এদিন সকালে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। তবে এরকমের ঘটনা খুব কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। তবে এই বিষয়ে নাথুয়া রেঞ্জে রেঞ্জার শ্যামা প্রসাদ বলেন” হাতির মৃত্যুর প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।