ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে সোনার দোকানে এসে বাচ্চাদের সোনার আংটি চায় দোকানদারের কাছে। দোকানদার সোনার আংটির ট্রে নিয়ে এসে দেখাতে থাকে দোকানে আসা খরিদ্দার কে। এমত অবস্থায় ওই খরিদ্দার বলেন আরো ভারী মাল ভালো আংটি দেখাতে।। পরবর্তীতে আরেকটি সোনার আংটির ট্রে নিয়ে আসলে দোকানে আসা খদ্দের দোকানের মালিকের চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে বলতেই একটি সোনার আংটি সেখান থেকে সরিয়ে নেন বলে অভিযোগ সোনার দোকানের মালিকের।
যদিও সেই সময় দোকানের অপর মালিক নরেশ সরকার তখন দোকানে ছিলেন।

পরবর্তীতে ওই দোকানে বসেন অপর ভাই কুমারেশ সরকার, কুমার সরকার বলেন দোকানে আনুমানিক দুপুর বারোটা নাগাদ এক ব্যক্তি আংটি দেখতে আসেন তারপরে এই ঘটনাটি ঘটে। তারা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানতে পারে। কারণ দোকান মালিকের বক্তব্য সোনার আংটি ট্রেতে একটি আংটি কম ছিল। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে সোনার আংটি চুরি গেছে। এ ব্যাপারে দোকানের মালিক কুমারেশ সরকার এই ভিডিওটি ভাইরাল করে করে দেয় সমাজ মাধ্যমে। এই ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ছুটে আসে চুরি যাওয়া সোনার দোকানে। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। দোকানের মালিক কুমারেশ সরকার বলেন চুরি যাওয়া সোনার মূল্য আনুমানিক ৫০০০ টাকার মতন। এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানাবে বলে কুমারেশ বাবু জানান। ঘটনাই এলাকা চাঞ্চল্য।