ময়নাগুড়ি দমকল কেন্দ্রে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ময়নাগুড়ি শহরের ৩টি মহিলা দুর্গাপুজো কমিটি। তাদের অভিযোগ এবছর দমকল কেন্দ্রের অনুমতি তারা অনলাইনে পাচ্ছেন না। অথচ, শহরের একটি পুজো কমিটিকে দমকল অনুমতি দিয়ে দিয়েছে বলে অভিযোগ। আর এই বিষয়কে কেন্দ্র করেই দমকল কেন্দ্রে উপস্থিত হন তিনটি দুর্গাপুজো কমিটির সদস্যরা।

রেখা বিশ্বাস, অপর্ণা দত্ত বলেন, দমকলের অনুমতি না হলে পুজো করা যাবে না। প্রতিবছর দমকল অনুমতি দিয়ে দেয়। কিন্তু এবার অনলাইনে দেবে না বলে জানিয়ে দিচ্ছে। একটি ক্লাবকে অনুমতি তারা দিয়ে দিয়েছে। তাই নিয়ে যত সমস্যা। তাদের যে কাগজ রয়েছে আমাদেরও সে একই কাগজ রয়েছে। এই বৈষম্য হল কেন তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম ময়নাগুড়ি দমকল কেন্দ্রে।
ময়নাগুড়ি দমকল কেন্দ্রের ওসি নিতাই চন্দ্র শীল বলেন, সেই সময় কোন একটি ভুল হয়তো হয়ে গিয়েছে। তবে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে বলে তিনি বলেন।
অন্যদিকে মহিলা পূজা কমিটির পক্ষ থেকে ক্ষোভের সহিত বলা হয় যদি আমাদের অনলাইনে কোন অনুমতি না দেয় তাহলে আমরা পূজা বন্ধ করতে বাধ্য হবো।