গত রবিবার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ধর্মপুর এলাকায় গ্রামবাসীরা উদ্ধার করে একটি মর্টার শেল। পরে এলাকার গ্রামবাসীরা খবর দেয় ভোট পট্টি ফারি থানায়। পরে থানার ওসি তেনজিং ভুটিয়া ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে বিন্নাগুরি ক্যাম্পের সেনাবাহিনী এসে মর্টার সেলটিকে নিষ্ক্রিয় করে সোমবার। মর্টার সেলটিকে ঘিরে এলাকায় উত্তীর্ণ ছড়ায়।
