শুক্রবার সকালে ময়নাগুড়ি উত্তর ভুশ্কার ডাঙ্গা এলাকায় বুড়াবুড়ির থান এলাকায় ময়নাগুড়ি চ্যাংড়াবান্ধা সার্ক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি একটি টোটো তে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে যায়, টোটোতে দুটি বাচ্চা এবং বাচ্চার মা ছিলেন, সূত্র মারফত জানা যায় চার চাকার গাড়িটির পুলিশ খোঁজ চালাচ্ছে ।

সূত্র মারফত জানা যায় গাড়ি চালক এবং দুটি বাচ্চা এবং বাচ্চার মা আহত হয় বলে জানা যায়। সেই সঙ্গে গাড়িতে থাকা চালকও আহত হয়। আহতদের স্থানীয় এলাকার মানুষজন উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।














