শুক্রবার আনুমানিক রাত আটটা নাগাদ ময়নাগুড়ি চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় জাতীয় সড়কে রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হল দীনবন্ধু রায় আনুমানিক ৬০ বছরের এক রাইস মিলের শ্রমিকের।
ঘটনায় জানা যায় দীনবন্ধু রায়, তার বাড়ি চুরা ভান্ডার অঞ্চলের ভ্যাল ভেলা হাইস্কুলের নিকট। গতকাল রাতে একটি নিমন্ত্রণ খাওয়ার জন্য নিজের সাইকেল নিয়ে আনুমানিক রাত আটটা নাগাদ নিজের বাড়ি থেকে জাতীয় সড়ক পার হতে গেলে এক বাইক আরোহী তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে, পরিবার সূত্রে জানা যায়।

এই ঘটনা ঘটার পর এলাকার মানুষজন এবং হাইওয়ে ট্রাফিক দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলো ঘোষণা করে। যদিও পরিবারে থেকে এই ঘটনায় ময়নাগুড়ি ছাড়া অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদুটি ময়নাতদন্ত জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা যায়।