বিয়ের রাতেই নার্সিংহোমে বিয়ের কনে।
ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া মেহেরি পাড়া এলাকায়,
জানা যায় বিগত কিছুদিন আগে রাখাল হাট এলাকার এক যুবকের সাথে মেহেরী পাড়ার এক যুবতীর বিয়ে ঠিক হয় । গতকাল রবিবার বিয়ের দিন বিকেল বেলায় মেয়ের আশীর্বাদ অনুষ্ঠান হয়, সেই সময় অব্দি সবকিছুই ঠিক ছিল। আত্মীয়-স্বজনের ভরপুর বিয়ে বাড়ি।

আনন্দে সবাই মাতোয়ারা। অনুষ্ঠানের খাওয়া-দাওয়া ও চলছে হঠাৎ সেই সময় বিয়ের কনে বমি করতে শুরু করে ও খুব অসুস্থ হয়ে পড়ে , এরপরই চাঞ্চল্যের সৃষ্টি হয় বিয়ে বাড়িতে। তড়িঘড়ি তাকে জলপাইগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে বাড়ির লোক। পড়ে রয়েছে বিয়ে বাড়ির প্যান্ডেল, সাউন্ড বক্স ও বিয়ের বিভিন্ন সরঞ্জাম। পরিবারের লোকেদের চোখে মুখে পড়েছে চিন্তার ভাঁজ।
অন্যদিকে বরের গাড়ি রওনা হয় বিয়ের উদ্দেশ্যে এরপর কনের অসুস্থতার খবর পেয়ে বরের গাড়ি মাঝ রাস্তা থেকেই ফিরে যায় বলে সূত্র মারফত জানা যায়।
বাড়ির লোক ও এলাকাবাসীরা জানিয়েছেন বর্তমানে মেয়ে খুবই অসুস্থ কি কারনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল সেটা তাদের অজানা, যদি মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে তবে পরে বিষয়টি চিন্তাভাবনা করে নতুন করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।