বুধবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, তার নাম ধরিনী রায়, বয়স আনুমানিক ৪৮ বছর তার বাড়ি ময়নাগুড়ি খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের টিকাটুলিতে। মৃত ব্যক্তির পুত্র হরনাথ রায় বলেন বাবা প্রতিদিনের ন্যায় কাজে গিয়েছিল বুধবার রাতে বাড়িতে ফেরার সময় ময়নাগুড়ি টিকাটুলি এলাকায় জাতীয় সড়কে রাস্তা পার হতে গেলে কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলো ঘোষণা করে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ঘটনা তদন্ত করে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
