ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ২। তাদের একজনের নাম প্রসেনজিৎ দাস আনুমানিক ২৭ বছর, তার বাড়ি খাগড়াবাড়ি এলাকার দাস পাড়ায় তিনি একজন পেশায় মাছ ব্যবসায়ী। অপরজনের নাম জয় মন্ডল বয়স অনেক ২১ বছর।
এদিন ঘটনাটি ঘটে সকাল আনুমানিক ১১ টা নাগাদ খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের খুখশিয়া মোড় এলাকায়। দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাইক চালক রাস্তা ছিটকে পড়ে।

পরে এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে। তাদের অবস্থা গুরুতর হয় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে যায়। এবং দুটি মোটরসাইকেল কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।