ময়নাগুড়ি ব্লকের দোমহানী ২ নং গ্রাম পঞ্চায়েতের পাইটকা খোঁচা গ্রামের গণেশ রায় নামে এক ব্যক্তি বুধবার নিজের পুকুরে বাড়ির গরুর ঘাস পরিষ্কার করতে গিয়েছিল পুকুরপাড়ে। অসাবধানবশত কোন কারনে পা পিছলে পড়ে যায় পুকুরে সকলের আড়ালে। বহুক্ষণ বাদে গণেশ রায়কে বাড়ির লোক দেখতে না পাওয়ায়, তার পরিবারের সদস্যরা তার খোঁজে আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে, পরবর্তীতে তার খোঁজ না পাওয়ায় পাশের পুকুরে খোঁজ করতে গেলে, তার গামছার একটি অংশ জলে ভাসতে দেখেন ।

তড়িঘড়ি এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা পুকুরে নেমে গনেশ রায়কে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।