ময়নাগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কল্যাণ তরফদার বয়স আনুমানিক ৩৮ বছর, এদিন নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই ব্যক্তি। ময়নাগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডের ইন্দারা মোড় দেশবন্ধু পাড়ার বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। তার পরিবার সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল। সেই সঙ্গে তিনি নানারকম নেশাও করত বলে জানান পরিবারের সদস্যরা। সেই সঙ্গে তাকে রিহাব সেন্টার ও রাখা হয়েছিল এর আগে। তাতেও তিনি শুধরান নি।

ফলে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ফলে এই ঘটনা ঘটেছে বলে মৃতের দাদা জানান। এদিন নিজের ঘরেই ওই ব্যাক্তি গলায় ফাঁস লাগায়, এই অবস্থায় বাড়ির লোকজন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলো ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য এদিন জলপাইগুড়ি হাসপাতালে মর্গে পাঠায় বলে পুলিশ সূত্রে খবর। কি কারনে এই ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।
অন্যদিকে ময়নাগুড়ি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাস বলেন অনেকদিন থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিল। তিনি সব সময় নেশা করতেন বলে জানান। বর্তমানে মৃত কল্যাণ তরফদারের দুটি মেয়ে ও স্ত্রী রয়েছে।