ময়নাগুড়িতে একই দিনে একই স্থান থেকে তিনটি অজগর উদ্ধার এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকার বর্মনপাড়া রথীন বর্মনের একটি বাঁশের ঝাড় থেকে একটি অজগর উদ্ধার করে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা, অপর দুটি অজগর পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করে, ১২ ফুট লম্বা দুটি অজগর এবং একটি সাত ফুট অজগর উদ্ধার হয় , একই দিনে একই জায়গা থেকে।

ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কর্মকর্তা নন্দু রায় বলেন প্রথমে খবর পাই ময়নাগুড়ি ব্লকের বোল বাড়ি এলাকায় অজগরটির পরবর্তীতে আরো দুটি অজগরের খবর পাই পাশের এলাকা থেকেই, মোট তিনটি অজগর উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তাদের পরীক্ষা-নিরীক্ষার পর লাটাগুড়ি রেঞ্জার সঞ্জয় দত্তের উপস্থিতিতে লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।