গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ভয় পাচ্ছেন ভিক্টরকে। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। সম্প্রতি আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভা কে কেন্দ্র করে সম্প্রতি গোয়ালপোখরে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করেন গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, ঠিক সেখান থেকেই অত্র এলাকার কংগ্রেসের দাপুটে নেতা ভিক্টরকে এলাকায় ঢুকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতন উক্তি করে বসেন তিনি, এর পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে মন্ত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তবে এর আগে চাকুলিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসের ২৩ জন কে মিথ্যে মামলায় আটক করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে আজ ভিক্টর জানান আমরা মহামান্য আদালতের কাছে এই ২৩ জনের বেল করার ব্যবস্থা করি, আজ তা মঞ্জুর হয়েছে, তবে এই এলাকার বিধায়ক গোলাম রব্বানী তথা রাজ্যের মন্ত্রী ভয় পাচ্ছেন, যার জন্যই তিনি এরূপ মন্তব্য করছেন, কংগ্রেসকে সাধারণ মানুষ ভরসা করছেন, তাই তিনি মিথ্যে মামলায় জড়িয়ে কংগ্রেস কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। আজ ইসলামপুর কোর্ট চত্বরে একাধিক কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ওই এলাকার দাপটে কংগ্রেস নেতা তথা রাজ্যের কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ।