উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সোশ্যাল সাইট একাউন্ট হ্যাক করার অভিযোগ। ঘটনা তদন্তের দাবি জানিয়ে দিনহাটা থানার মারফত কোচবিহার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দিনহাটা থানার আধিকারিক এর কাছে দেখা করে লিখিত অভিযোগ জানায়।

এদিনের ওই প্রতিনিধি দলে ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূল যুব কংগ্রেস নেতা পার্থ সাহা প্রমুখ। তাদের অভিযোগ, গতকাল রাত থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ব্যক্তিগত দুটি একাউন্ট হ্যাক করা হয়েছে সেখান থেকে সরকার বিরোধী নানা পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনা সঠিক তদন্ত দাবি জানিয়ে তারা এদিন থানার দ্বারস্থ হলেন।