DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কোচবিহার বক্সিরহাট থানার পুলিশ

অবৈধ মদ তৈরীর কারখানায় হানা দিয়ে মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ।
দীর্ঘ কয়েক মাস ধরেই অবৈধ মদ বানিয়ে তা বিক্রি হচ্ছিল অসম বাংলা সীমান্ত এলাকার বক্সিরহাটের বিভিন্ন প্রান্তে । গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার অভিযানে নেমে মদ তৈরীর উপকরণ বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করলো বক্সিরহাট থানার পুলিশ।


সূত্রের খবর , মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর-বাকলা এলাকার স্থানীয় বাসিন্দা নিকাশ সাহা নামে ওই ব্যক্তি অবৈধ মদের কারবার চালাত। এই মদের দাম কম হওয়ায় তুফানগঞ্জ-২ ব্লকের বিভিন্ন দোকানগুলিতে রমরমে চলত এই কারবার। মূলত MRP থেকেও কম দামে এই মদ বিক্রি করা হত দোকানদারদের কাছে ।তারপর MRP দাম অনুযায়ী সাধারণ মানুষ কিনে নিত স্থানীয় দোকানদারের থেকে ,এই ভাবেই এই কারবার চালাতো নিকাশ ।
যদিও এই অবৈধ মদের কারবার রুখতে পশ্চিমবঙ্গ সরকারের আফগানি বিভাগের কর্তব্যরত পুলিশকর্মীরা এই দপ্তরের সঙ্গে জড়িত থাকার পরেও বক্সিরহাট থানার পুলিশ খুঁজে পেল মদ তৈরীর কারখানার খবর। তাহলে একটা প্রশ্ন থেকেই যায়? তবে কী বক্সিরহাট আফগানি দপ্তরের আধিকারিকরা সবকিছু জেনেও নিরব ভূমিকা পালন করছে?? নাকি তাদের কাছেও কোন অর্থ আসছে। এমন গুঞ্জন উঠে আসছে স্থানীয় এলাকা থেকে।
এ ব্যাপারে পুলিশ জানায় , উত্তর বাকলা এলাকায় অবৈধ মদের কারখানা থেকে মদ তৈরির উপকরণ ও মদ তৈরীর সরঞ্জাম সহ প্রায় ৯ লিটার স্পিরিট ও বোতলের ঢাকনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন