মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের মহিলারা। মদের দোকানের ফলে এলাকার পরিবেশ নষ্ট হবে তাই কোনভাবেই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনি থানার ডোমনটোলা এলাকার মহিলারা।ঘটনায় মদের দোকানের সামনেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। পরিস্থিতির সামাল দিতে আসা পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।
