প্রতিবছরের মতো এবারও বৃষ্টি শুরু হতেই জলমগ্ন হেরিটেজ শহর কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। মঙ্গলবার শেষ রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা কোচবিহার শহরের রাজ রাজেন্দ্র নারায়ন রোড, কেশব রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের শিকার এই শহরের নাগরিকদের পাশাপাশি পথ চলতি মানুষেরা। এক চরম সংকটের মুখে শহরবাসী।

দীর্ঘদিন ধরেই স্বল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহর। এই শহর হেরিটেজ ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন শহরের নাগরিকরা। তারা ভেবেছিলেন হয়তো নাগরিক স্বাচ্ছন্দ্য ফিরবে শহরে। কিন্তু তা যে শুধুই সোনার পাথর বাটি, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এদিন তোর্ষা নদীর জলস্তরও বৃদ্ধি পায়৷ তোর্ষা নদীর পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পরে নদীর জলে।