শুভম দে,নিজস্ব সংবাদদাতা,কোচবিহার:বাঙালির বারো মাসে তের পার্বণ।সেই বার্তা যেন আরো একবার পরিস্ফুট হয় কোচবিহার মদনমোহন মন্দিরে।
উল্লেখ্য, মকর সংক্রান্তির সকালেও অন্যান্য দিনের মতন এবং বিভিন্ন পূজা অনুষ্ঠানের ন্যয় এদিনও কোচবিহার মদনমোহন মন্দির মকর সংক্রান্তি কে কেন্দ্র করে পূজো দিতে দেখা গেল কোচবিহার মদনমোহন মন্দির। কার্যত, আজ মকর সংক্রান্তি উপলক্ষে বাবা মদনমোহন দেবের বিশেষ পূজো রয়েছে। ইতিমধ্যে সেই পুজো শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পূজাঅন্তে রয়েছে যজ্ঞ। এছাড়াও আজ ভোগ হিসেবে অন্য ভোগের বদলে থাকছে খিচুড়ি ভোগ বলে এদিন জানান বলে এদিন জানান এখন মদনমোহন দেবের পূজারী শিবকুমার চক্রবর্তী। স্বভাবতই, এদিনের বিশেষ পুজোকে কেন্দ্র করে ভক্ত বৃন্দের ঢল ও ছিল নজরে পড়ার মতোনই তা বলাই বাহুল্য।
মদনমোহন মন্দিরের পূজারী শিবরাম চক্রবর্তী বলেন মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ পুজো এবং বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে এদিন৷