ভোটার তালিকা থেকে উধাও নাম এর প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। মাথাভাঙ্গা শিলিগুড়ি ১৬ নং রাজ্য সড়কের ভবেরহাট সংলগ্ন এলাকায়।জানা গেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায় ২০০২ সালে ভোটার তালিকায় ৮৪১ জনের নাম ছিল।

তালিকার প্রথমে সিরিয়াল নাম্বারে দেখাচ্ছেও ৮৪১ কিন্তু তালিকায় নেই ৮৪১ জন। তালিকায় রয়েছে শুধুমাত্র ৪১৬ জনের নাম,বাকি নাম কোথায় গেল এই নিয়ে এলাকাবাসীরা বিভিন্ন দপ্তরে গেলেও মিলছে না কোনো সুরাহা।তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।