বুধবার সকালে গুজরাটের ভাদোদরা জেলায় মহিসাগর নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ মোট চারটি যানবাহন নদীতে পড়ে যায়।
পদ্রা থানার পক্ষ থেকে জানা গেছে,

এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। যাঁরা এখনও নিখোঁজ, তাঁদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে। সেতুটি কোন কারণে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।