ভুল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে এবার প্রধানের বিরুদ্ধে পুলিশ এবং বিডিওর কাছে ঐ অভিযোগ পত্র জমা দিলেন পঞ্চায়েত সদস্যরা।
মঙ্গলবার ধূপগুড়ি মহকুমার সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।প্রথমে পুলিশের কাছে লিখিত আকারে পরবর্তীতে বিডিও সঞ্জয় প্রধানের কাছে অভিযোগ জানায়।
অভিযোগ সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রফুল্ল রায় এক বিবাহিত মেয়েকে অবিবাহিত বলে সার্টিফিকেট দিয়েছে।এর দ্বারা রুপশ্রী সহ একাধিক প্রকল্পে দুর্নীতি হতে পারে বলে দাবি তৃণমূল কর্মীদের।এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা সোচ্চার হয়।

বুধবার পঞ্চায়েত কার্যালয় তালা মেরে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সদস্যরা। এদিন প্রধানের বিরুদ্ধে তদন্তের দাবিতে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শ্যামল চন্দ্র রায় বলেন প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল।প্রধান কোনো রকম তদন্ত না করেই বিবাহিত মেয়েকে অবিবাহিতর সার্টিফিকেট প্রদান করেছে।আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম। প্রধানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। উল্লেখ্য সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান বোর্ড সিপিআইএম ও বিজেপির দ্বারা গঠিত।সেখানে সিপিআইএমের জয়ী প্রার্থীকে প্রধান এবং বিজেপির থেকে উপপ্রধান করে বোর্ড গঠন করা হয়েছে।