ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পানা নদী । আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় কয়েক হাজার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাধারাণী এলাকায় পানা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাঙ্গামাটি এলাকার বাসরা নদীও ফুলে ফেঁপে উঠেছে। ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে পানা নদী ও বাসরা এই দুই নদীর জল অনেক বেড়েছে।

জানা গিয়েছে পানা নদীর পুরো অংশে সেতু না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সেণ্ট্রাল ডুয়ার্স এলাকার বাসিন্দাদের। বর্তমানে তারা প্রাণের ঝুঁকি নিয়ে কোনো ক্রমে খরস্রোতা নদী পারাপার করছে। নদীর জল বৃদ্ধি পাওয়াতে স্কুলও যেতে পারিনি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।