ভুটান থেকে এদেশে মোবাইল পাচারের ছক বানচাল করলো জয়গাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জয়গাঁ সুপার মার্কেট এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পারে পুলিশ।এরপরই পুলিশকে দেখা মাত্র ওই ব্যক্তি হাতে রাখা ব্যাগ রেখে চম্পট দেয়।পরবর্তী ওই ব্যাগের থেকে প্রায় লক্ষাধিক টাকার ১০ টি মোবাইল ফোন উদ্ধার হয়।পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি ভুটান থেকে ওই মোবাইল ফোন এনে জয়গাঁ ও অন্যত্র বিক্রির পরিকল্পনা ছিল। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে জয়গাঁ থানার পুলিশ।
