DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

ভিন রাজ্যে পশ্চিমবঙ্গবাসীর উপর নির্যাতন হলে বিজেপি সাংসদকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্পে রাখার নিদান আব্দুর রহিম বক্সির

ভিন রাজ্যে বাংলা ও বাঙালীদের নির্যাতন হলে মালদা উত্তরের বিজেপি সাংসদকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্পে রাখার নিদান তূণমুলে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করছে তাই উত্তর মালদার সাংসদকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানেই ঢুকিয়ে দেব।
বাংলায় বসে যারা বিজেপিকে সমর্থন করছে তাদের হাত কেটে নেওয়া হবে।কার্যত বিজেপি কর্মী সমর্থকদের হাত কাটার হুমকি দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি।বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিগ্রহ হওয়ার প্রতিবাদে মালদার ইংরেজবাজার শহরে তৃণমূলের মিছিল।আর সেই মিছিল থেকেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির এই হুংকার।


এদিন জেলা তৃণমুল সভাপতি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনারা জেনে রাখুন একটা মিছিল করে কিন্তু শেষ না। বাঙ্গালীদের উপর অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে এখানে বিজেপির একজন এমপি আছেন তিনি দিল্লি নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনি কি গ্রামে ঢুকছেন আমরা দেখে নেব। আমরা আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানেই ঢুকিয়ে দেব।আপনি জেনে রাখুন এমপি মহাশয় জেনে রাখুন আমি মাইকে বলছি তারপরে সাংবাদিকদের সামনে এসে বলবেন হিম্মত থাকলে তৃণমূল করেনেন।করে দেখাবো আপনাকে বলে দিচ্ছি।বাঙালির ওপর অত্যাচার বন্ধ না হলে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দেব এবং সেখানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রেখে দেব।আর বিজেপির কিছু এমএলএ স্বপ্ন দেখতে শুরু করেছে আবার এমএলএ হব।মানুষ জেগে উঠেছে বাঙালি জেগে উঠেছে বাংলা ভাষাভাষীরা জেগে উঠেছে।আমরা একটা আসনও বিজেপিকে ছাড়বো না। যারা ধাপ্পাবাজি করতে চাইছে,ঠকবাজি করছে, ভেলকিবাজির রাজনীতির মধ্য দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে হিন্দু-মুসলিম করে দিয়ে আবার এম এল এ হওয়ার স্বপ্ন দেখছে।তাদেরকেও সাবধান করে দিই বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে, উড়িষ্যায়, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে সেই মারের বদলা, মালদাতে তৃণমূল কংগ্রেস নেবে।অন্য জায়গায় কি হবে আমি জানিনা।মালদা থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক কাজ করতে যায় বাইরে।বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শুধু যুবকরা নয় অন্যানরাও পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায়।আপনারা মারবেন আর আমরা একটা প্রতিবাদ সভা করে মিছিল করে ছেড়ে দেবো। মারের বদলা মার হবে,খুনের বদলা খুন হবে এই ঘোষণা থাকছে এই মঞ্চের মধ্যে থেকে।এখানে বারেবারে ধর্না হবে প্রতিবাদ হবে মিছিল হবে,ওদেরকে বয়কট করে।
মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,আজকে গোটা রাজ্য জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে আন্দোলন করছে। তারই প্রতিকি মহামিছিল এখানে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিজেপির যে মানসিকতা তার প্রতিবাদে এবং বিজেপি শাসিত রাজ্য গুলিতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে ধরে পেটানো হচ্ছে জেলে ভরা হচ্ছে তাদেরকে ঘরছাড়া করা হচ্ছে।এই যে বাঙ্গালীদের প্রতি বিদ্বেষ তার প্রতিবাদে আজ মিছিল হচ্ছে পথে।যারা বাংলা ভাষায় কথা বলছেন এবং বাঙালিদের অপদস্ত করা হয় এখানে যারা আছে যারা বিজেপিকে সমর্থন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে ব্যবস্থা গ্রহণ করা হবে তার মধ্যে দিয়ে ভারতবর্ষে নজির সৃষ্টি হবে।তাই আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি।মালদা লাখো লাখো পরিযায়ী শ্রমিক সেখানে কাজ করছে। এই বাঙ্গালীদের গায়ে যদি একটা আচর পরে হাত নামিয়ে দেব,যারা হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছে তাদেরকে।
দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন,মালদা জেলা তৃণমূল সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্য যে হয়রানী হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছেন।তার কাছে একটা প্রশ্ন আপনার রাজ্য সরকারে ১১ বছর ধরে আছেন কিন্তু তারপরও মালদা জেলার তরুণদের কেন পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে।আর বাইরের রাজ্য যেগুলো বিজেপির রাজ্য সেগুলোতে তাদের ওপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো তাদেরকে পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গ থেকে।আপনাদের ক্ষমতা নেই নিজের রাজ্যের ছেলেমেয়েদের রোজগারের ব্যবস্থা করার। আর আপনি বড় বড় কথা বলছেন কার হাত ভেঙে দেবে না,কার পা ভেঙে দেবেন,কার মাথা ভেঙে দিবেন,নিজের পুলিশের সিকিউরিটি ছেড়ে দিলে তিনি গ্রামে ঢুকতে পারবেন কিনা সেটাতে মানুষের সন্দেহ আছে।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

কোচবিহার বক্সিরহাটে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত পুলিশকর্মী

বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে উত্তপ্ত কোচবিহার বক্সিরহাট! আক্রান্ত পুলিশকর্মী।দীর্ঘ কয়েক

Read More »