ভিন রাজ্যে কাজে গিয়ে ফিরলো কফিনবন্দী হয়ে।এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রামপঞ্চায়েতের ৭৪ নং নিজতরফ এলাকায়।
মৃত ব্যক্তির নাম জগবন্ধু রায় বয়স ৪০ বছর।গত 4মাস আগে কাজের সূত্রে সে পাড়ি দেয় কেরলে।কেরলের কোল্লামে সে পাথর কাটিং এর কাজ করতো।
গত 23তারিখ পাথর ভাঙ্গার কাজ করতে গিয়ে পাথর কাটিং ক্রেসার মেশিনের বেল্টে অসাবধানতা বসত তার হাত আটকে যায়।এরপর দেহ থেকে হাতটি আলাদা হয়ে যায়।ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।
এরপর প্লেনে করে তার দেহ নিয়ে আসার ব্যবস্থা করা হয়। শনিবার সকালে তার দেহ পৌঁছায় বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে দুপুর নাগাদ দেহ নিয়ে আসা হয় পার মেখলিগঞ্জের বাড়িতে। বাড়িতে দেহ পৌঁছতেই ভিড় জমে যায় এলাকাবাসীদের। কান্নায় ভেঙে পড়েন তার সন্তানসহ পরিবারের সদস্যরা। এদের নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
