বাংলাদেশে নীলফামারীতে টানা দুদিনের ভারি বৃষ্টিপাতের পর হঠাৎ ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। স্থানীয়রা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে কয়েক মিনিটের তীব্র ঝড়ে বাড়িঘর ভেঙে যায়। এতে ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামে।
