দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ শহরে সক্রিয় গরুপাচার চক্র। গভীর রাতে রাস্তায় থাকা গরু বা ষাড় গাড়িতে চাপিয়ে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা।কিছুদিন আগেই রায়গঞ্জ শহরের কলেজ পাড়া এলাকায় থেকে একটি scorpio গাড়িতে গরু তুলে চম্পট দেই কিছু দুষ্কৃতী। গাড়িতে গরু তোলার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও তাকে ঘিরে তীব্র সোরগোল পড়ে যায় শহরজুড়ে।

ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে চাকুলিয়ার সাহাপুর এলাকার ভারত বাংলদেশে সীমান্ত থেকে পাচারের আগেই গরুসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ,ধৃতদের নাম এমডি মুন্না যার বাড়ি গোয়ালপোখর ব্লকের সাহাপুর হাট খোলা এলাকায়,মুখিম খান যার বাড়ি হরিয়ানার পোলবোল এর বাসিন্দা। ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। রায়গঞ্জ থানার পুলিশ গরু পাচার কারি ব্যবহৃত স্কোরপিও গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।